গত ১৫ বছর ধরে ছোটোদের ওয়েব পত্রিকা ইচ্ছামতী সম্পাদনা ও প্রকাশ করতে করতে বুঝেছি, আমরা সার্বিকভাবে ছোটোদের জন্য বই বা পত্রিকা নিয়ে যতটা আলোকপাত করা উচিত ততটা করি না, বরং বলা যায় বেশ কম করি। বাংলা ভাষায় প্রতি বছর ছোটোদের জন্য বিভিন্ন প্রকাশনা থেকে বিভিন্ন লেখক-লেখিকার যত ধরণের যত বই প্রকাশিত হয়, সহজে সবক'টির হদিশ পাওয়া মুশকিল। আজকের দিনে,বেশিরভাগ পাঠক/ অভিভাবক আগেই বই সম্পর্কে খোঁজ নেন ইন্টারনেটে। সেক্ষেত্রে, ইংরেজি ভাষার একটা বই সম্পর্কে যত ধরনের তথ্য পাওয়া যায়, একই মানের বাংলা ভাষার বই সম্পর্কে সেইরকম তথ্য পাওয়া প্রায় অসম্ভব। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ইন্টারনেট প্রযুক্তির সঠিক ব্যবহার করে পুরনো বইয়ের অনলাইন ওপেন আর্কাইভ আর নতুন বই সহ লেখক-লেখিকা, অলংকরণ শিল্পী এবং প্রকাশকদের ডেটাবেস থাকা উচিত।
এই ধরনের কাজগুলি একবার করার মত বা একক উদ্যোগে করার মত কাজ নয়। তবুও মনে হল শুরু করা যাক। তাই আজ থেকে শুরু হল ছোটোদের ওয়েব পত্রিকা ইচ্ছামতীর এই নতুন প্রয়াস 'ছোটোদের বইপত্র'। আমাদের নির্বাচিত বই ছাড়াও, সামান্য কিছু শর্তাবলীর বিনিময়ে 'ছোটোদের বইপত্র' তে বাংলা এবং ইংরেজিতে প্রকাশিত ছোটোদের জন্য প্রকাশিত বিভিন্ন ধারার বইয়ের আলোচনা এবং আনুসঙ্গিক তথ্যাবলী রাখার ইচ্ছা রইল। 'ছোটোদের বইপত্র' বাংলায় এযাবৎকাল প্রকাশিত বা আগামীতে প্রকাশিতব্য শিশুকিশোরদের জন্য সমস্ত বইয়ের হদিশ দিতে পারবে --- এমন আকাশকুসুম প্রতিজ্ঞা করছে না। তবে ( আপাতত মূলত ভারত থেকে প্রকাশিত) বাংলা ভাষায় উপলব্ধ, যত বেশি সংখ্যায় সম্ভব, ছোটোদের বইগুলির হদিশ পেতে এবং দিতে আগ্রহী। একই সঙ্গে আমরা ছোটোদের জন্য ইংরেজি বইয়ের আলোচনাও করব।
বাংলা শিশুকিশোর সাহিত্য নিয়ে আগ্রহী অক্ষরকর্মী এবং পাঠকদের সমন্বিত প্রশ্রয়ে ইচ্ছামতীর এই নতুন উদ্যোগ সাফল্য লাভ করবে, এমন আশাই রাখছি।
মহাশ্বেতা রায়
২৯ পৌষ, ১৪৩০, পৌষ সংক্রান্তি
১৫ জানুয়ারি ২০২৪
'Children's Book Reviews' is a new initiative by Ichchhamoti Web Magazine. While we intend to primarily focus on reviewing contemporary and classic Bangla books for children, we will also review new books written/ translated into English for children and young adults. Apart from reviewing books of our choice, we will be reviewing new books from different genres against minimal terms and conditions.
We hope, with positive participation from readers, writers and publishers, we will gradually be able to build an enriching database of books that can engage, educate and entertain our children.
Mahasweta Ray
15 January 2024
29 Poush 1430, Makar Sangkranti