বাংলা ও ইংরেজিতে প্রকাশিত শিশু ও কিশোরপাঠ্য বই নিয়ে আলোচনা । Reviews of books for children and young adults published in Bangla and English
Ichchhamoti Logo
অনিতা অগ্নিহোত্রী । Anita Agnihotri

অনিতা চট্টোপাধ্যায়ের জন্ম কলকাতায়। খুব ছোটোবেলা থেকে লেখালিখি আরম্ভ,। ১৯৬৯তে প্রথম কবিতা প্রকাশ সত্যজিৎ রায় সম্পাদিত ‘সন্দেশ’ পত্রিকায়। ১৯৮০-র দশক থেকে কবিতার পাশাপাশি গদ্য লিখছেন, বিমল করের উৎসাহে ছোটো গল্প ও উপন্যাস লেখা। সাহিত্যের সব ধারায় অনায়াস বিচরণ।

অনিতা চট্টোপাধ্যায়ের জন্ম কলকাতায়। খুব ছোটোবেলা থেকে লেখালিখি আরম্ভ,। ১৯৬৯তে প্রথম কবিতা প্রকাশ সত্যজিৎ রায় সম্পাদিত ‘সন্দেশ’ পত্রিকায়। ১৯৮০-র দশক থেকে কবিতার পাশাপাশি গদ্য লিখছেন, বিমল করের উৎসাহে ছোটো গল্প ও উপন্যাস লেখা। সাহিত্যের সব ধারায় অনায়াস বিচরণ। ১৯৮২তে পদার্থ বিজ্ঞান ও লিঙ্গ সাম্য বিষয়ে বিশিষ্ট গভেষক ও আই এ এস অফিসার সতীশ অগ্নিহোত্রীর সঙ্গে বিবাহ।

কবিতা, গল্প, উপন্যাস, ছোটোদের জন্য লেখা, প্রবন্ধ ও অনুবাদ মিলিয়ে ৫০টির মত বই লিখেছেন। বহু গল্প ও পাঁচটি উপন্যাস ইংরেজিতে অনুবাদ হয়েছে। ইংরেজি গল্প সংকলন ‘সেভেন্টিন’ এর জন্য The Crossword Economist Book Award’ পেয়েছেন ২০১২ তে। গল্পমেলা, শরৎ, সোমেন চন্দ, গজেন্দ্র মিত্র, প্রতিভা বসি স্মৃতি পুরস্কার ছাড়াও সম্মানিত হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ভুবন মোহিনী দাসী স্বর্ণপদকে। বঙ্গিয় সাহিত্য পরিষদ সম্মাননা পেয়েছেন দুইবার।